ধারাবাহিক ভ্রমণ সিরিজে শতদ্রু ঋক সেন – ৫৬

ফেরা
পরদিন সকাল। সবাই মিলে একসাথে গঙ্গা স্নানে যাওয়া হলো। তারপর নানা গলিতে ঘুরে কেনাকাটা সেরে দাদা বৌদি হোটেলে মধ্যাহ্নভোজ। সংঘে ফিরে বসে বসে সালতামামি। কি করলাম, কি দেখলাম, কি বাকি থাকলো, আবার কবে আসবো, আদৌ আর আসা হবে কি না।
হ্যাঁ ফিরে ছিলাম। এই বেড়ানোর সাত বছর পরে আবার ফিরে ছিলাম হিমালয়ের কোলে। একটা বড়ো দায়িত্ব মাথায় দিয়ে তার চার বছর আগে বাবা চলে গেছিলো মায়ের কাছে, না ফেরার দেশে। চাকরি করে যে বাবাকে কিছু দেব, তা আমার ভাগ্যে সয়েনি।তাই একমাত্র পুত্রের কাছে একটি মাত্র চাওয়া, তা পূরণ করতেই আমার ফেরত যাওয়া দেবতার অঙ্গনে। সে বার একা, একটি ভ্রমণ সংস্থার সাথে। আরো অনেক ঘটনা, অনেক অনুভূতির সম্মুখীন হওয়া। কিন্তু সেসব ঘটনা? আগামী সপ্তাহ থেকে….
প্রথম পর্ব সমাপ্ত।