একটি ভ্রমণ কাহিনী লিখতে কতদিন লাগে? ১ মাস, ১ বছর অথবা তার একটু বেশি? শুনলে অবাক হবেন আপনারা, যে ভ্রমণ কাহিনী পেশ করতে চলেছি আপনাদের সামনে, তার কিছু অংশের বয়স ১৮ বছর, আবার কিছু অংশের বয়স ১১ বছর। খুব অবাক লাগছে না? ভাবছেন এটি কি করে হয়।
২০০৩ সালে যমুনোত্রী বাদ দিয়ে তিন ধাম( কেদার, বদ্রী, গঙ্গোত্রী সাথে গোমুখ) ভ্রমণ করে প্ল্যান করেছিলাম,লিখবো। বাবা আর বাড়ির লোকেরা উৎসাহ দিয়েছিলেন লেখার জন্য, কিন্তু কোনো না কোনো কারণবশতঃ লেখাটি হয়ে ওঠেনি। তারপর ২০১০… আবার সেই পথে ফেরা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেবার অবশ্য গোমুখ যাইনি, কিন্তু যমুনোত্রী গিয়েছিলাম। সেবার আবার প্ল্যান, লিখবোই লিখবো। কিন্তু আবার এই কারণ, সেই কারণ। এরপর কেটে গেছে ১১ বছর। ইচ্ছা থাকলেও ঐ পথে আর ফেরা হয়নি। ভবিষ্যতে হয়তো যাবো, কিন্তু তার আগে অনেকে উৎসাহ,সাহস ও ভালোবাসা দেওয়ায়, কি বোর্ড তুলে নিলাম। অধরা সেই লেখা, স্মৃতির ছেঁড়া পাতাকে সম্বল করে আস্তে আস্তে সবার সামনে তুলে ধরতে আমার এই ক্ষুদ্র প্রয়াস, আশা রাখি আপনাদের মনোগ্রাহী হবে। দুটি যাত্রাকে এদিক ওদিক করে তুলে ধরার চেষ্টা করবো, যদি কোনো ভুলত্রুটি হয়, তো আমাকে জানাবেন, নিশ্চয়ই শুধরে নেবো। সবাই ভালো থাকুন, সবাই কে ভালো রাখুন।