২০০৩.. হায়ার সেকেন্ডারি শেষ… একটি ছেলে পরিবারের সাথে চারধাম যাত্রায় যায়… মনে বড়ো সাধ,এই বেড়ানো নিয়ে একখানি ভ্রমণ কাহিনী লিখবে সে। কিন্তু শেষ অবধি সেটা আর হয়নি।
২০১০- আবার সেই ছেলেটি, আবার চারধাম যাত্রা। এবার উদ্দেশ্যে অন্য। তবে এবারো ইচ্ছা, ভ্রমণ কাহিনীর। বলা বাহুল্য, এবারো অধরা সেই বাসনা।
২০২১- আরো এগারো বছর কেটে গেছে। স্মৃতির ছেঁড়া পাতায় ভর, কি বোর্ড তুলে নেয় ছেলেটি। এবার আর কোনো বাধা বিলম্ব নয়, লিখবেই সে, তার সেই দুই ভ্রমণ কাহিনী। সাত বছরের ব্যবধান, সাথী, উদ্দেশ্য, যাত্রা পথ, পরিবর্তন অনেকেই। যার স্বাক্ষী সেই ছেলেটি, আর স্বাক্ষী হিমালয়। এবার সেই সফরে সঙ্গ দিন আপনারাও। টেক টাচ টকের পাতায়, আগামী সপ্তাহ থেকে।