কবিতায় সন্দীপ রায় নীল

দ্রোহকাল
কান্নার শব্দ। কাছে দূরে।
শোক, চিৎকার অনিঃশেষ যাপন
ঘা দাও, ঘা
জমাট রক্ত বর্ণমলায়
উদ্বায়ী ভারী নিঃশ্বাস প্রমাদ গুনছে।
শিক্ষার পূর্বপুরুষ বধির চেয়ে আছে
একটু শিক্ষার জন্য, অথচ
রাজসভা রঙ্গমঞ্চ।
বইপত্র সঁপে দাও অন্ধকারে।
পা ছড়িয়ে বসো হে বানপ্রস্থ–
জতুগৃহ ভরে ভরে দাও সমূহ অভিশাপ।