কবিতায় সন্দীপ রায় নীল

আগস্ট ১৫ র প্রাক্কালে
কিছু পুরুষেরা থাক নারীদের পাশে
কিছু পুরুষেরা দায়িত্ব নিক কাঁধে
অফিস ফেরত রাত্রিকালীন যাঁরা
তারাও কিন্তু তোমাদের ভাত রাঁধে
কিছু পুরুষেরা ছায়া হয়ে থাক পথে
বিপদ বুঝলে দাঁড়াক সামনে রুখে
সেও তো বোন তোমার আমার ঘরের
তার যন্ত্রণা রাখবে তোমায় সুখে?
কিছু পুরুষেরা পুরুষ সঙ্গী নয়
নিরাপত্তার গাইড হোক সমাজে
“নষ্ট পুরুষ”- রক্তে থাক তফাৎ
শিরদাঁড়া তার লাগুক মহৎ কাজে।
অসহায় নারী, প্রতিপল জমে ভয়
ধর্ষণ আর নানা কিছু হয়রানি
বোবাকান্নাতে দর্শক যে শহর
তার বুকে দেখো মেয়ের কাফন, গ্লানি।
একা পেয়ে যারা স্বাধীনতা নেয় কেড়ে
মেয়ে শব্দেই লোলুপতা বাড়ে ক্রমে
হুঁশিয়ার তারা, নত হও নত হও
শমন এসেছে, তোমাদেরই সব নামে।
বীরাঙ্গনার এ দেশ পুণ্যভূমি
কনায় কনায় স্বাধীনতা বীজ আঁকা
ভারত মাতার অংশ যে সব নারীই
রুদ্ধ করবে স্বৈরাচারের চাকা।
ঘোর দুঃসময়, নারীলোভী হে পিশাচ
বেআব্রু নারী যুদ্ধেরই প্রতিনিধি
ধ্বংস সমাজ, বিনষ্ট সভ্যতা
এসো নারীদের সম্মান দিতে শিখি
এসো নারীদের সম্মান দিতে শিখি।