T3 ক্যাফে কলমে – সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জী

“আন্দোলনরত শিক্ষককে পুলিশ লাথি মেরেছে”
এই ঘটনার বিরোধীতা করতে শিক্ষক শিক্ষিকাদের একটা শ্রেণী পাল্টা বিবৃতি বা নিদান দিচ্ছেন যে কোনো শিক্ষক শিক্ষিকা যেন ওই পুলিশে কর্মীর সন্তানদের না পড়ান।
এটা আপনাদের কাছে কতোটা যুক্তি সঙ্গত?
ভেঙে যাচ্ছে অভিমুখ
গুলিয়ে যাচ্ছে উদ্দেশ্য বিধেয়
আর তুমি কাবুলিওলার ঝুলিতে হাঁতি আছে এখনও বিশ্বাস করছ!
আর এভাবেই গুলিয়ে যাচ্ছে কারক-বিভক্তির ব্যবহার
এলাটিং বেলাটিং শৈশব
চ্যাম্পিয়নস কাপের সেরা ম্যাচ আর ভোটের প্রভেদ ।
ভবিতব্যকে বুড়ো আঙ্গুল দেখিয়েই নেমেসিস সঙ্গী হয়ছে সেই কোন অন্ধ অতীতে ।
অথচ তুমি এখনও বহুব্রীহি রাতের কাছে পরিবর্তনের স্টান্টসর্বস্ব বুকনি শুনছ,
হিংস্র শ্বাপদের মতো নেমে আসা রাত তোমায় দুরভিসন্ধির ক্রুর বৃত্তান্ত শেখাচ্ছে অথচ তুমি ললিত ভাস্কর্যের ছায়া উপমা খুঁজছ ভাঙা মেঘের আড়ালে
এবং শেষ পর্যন্ত তোমার চাওয়া ও পাওয়ার ফাঁক গলে নরকের বিস্তার হচ্ছে,
সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে তুমি আবার পড়লে “উত্তিষ্ঠত জাগ্রত…”
এখন তুমি এমন এক কানাগলির মুখে যেখান থেকে রাস্তা ডানহাতি আর বাঁহাতি,
তুমি অপারেশান থিয়েটারে ঢুকেছ তোমার স্ক্যাল্পেল জীবন মৃত্যু দুটোর গন্ধই চেনে
অথবা তুমি ব্যাট হাতে ক্রিকেটের ময়দানে তোমার ছক্কা বা চার ইতিহাস গড়তে পারে…
আগামীর কোনো দিনের শিলান্যাস হোলো আজকের বিনিদ্র রাতে।
প্রমাণ করো তুমি যোগ্য না অযোগ্য!