কবিতায় সর্বাণী রিঙ্কু গোস্বামী

গোলাপ দিনের গপ্পো
আজ নাকি গোলাপদিবস!
আমি গোলাপ
গোলাপবালা বিশ্বাস
সাকিন মৌদিঘারী
বাঁকুড়া
সন্ধে হওয়ার আগে
গন্ধসাবান ঘষে
গতজন্মের ইতিহাস তুলে ফেলি রোজ
তারপর ধোয়া কাপড় পরে
দাঁতে কালো ফিতে চেপে তেল চুপচুপে চুল বাঁধি
ইঁদুরের ন্যাজের মতো চুল
কিন্তু গুণেগুণে সক্কলকে শাপশাপান্ত করতে করতে
অনেক সময় লেগে যায়
তারপর পেঁচিয়ে একখানা ঝলমলে সিন্তেটি শাড়ি
আর রংসই টিপ
ততোক্ষণে টিনের দরজার সামনে
মেলা ধাক্কাধাক্কি লেগে গেছে
গরম ঘুগনিতে ভাসছে কাঁচালঙ্কা আর ভাজামশলার তাজা গন্ধ
এ বন্দরে আর জাহাজ ভেড়েনা
আমি ব্যস্ত হাতে দেশির পাউচ যোগাতে যোগাতে ভাবি
একটা মাতাল ও যদি হাত টেনে ধরে!
একজন ও যদি ভুল করে বলে
“অ্যাসিডে পুড়েছে মুখ
পুড়ে গেছে পৃথিবীর সবটুকু বনাঞ্চল
তবু গোলাপ রে
তোকেই চাই
আজ আমার তোকেই চাই!”
আমি গোলাপবালা
আজ গোলাপদিবস….