কবিতায় সর্বাণী রিঙ্কু গোস্বামী

শিক্ষা
শিখিয়ে দিও কেমন করে লুকিয়ে ফেল সমস্ত দাগ
বোতাম আঁটা চিৎকার আর বুকে পোষা সব বীতরাগ
কেমন করে গয়নাভাঁজে দোল খেয়ে যায় অশ্রুজলও
মুক্তো লকেট অট্টহাসি ছাপিয়ে ওঠে টলোমলো
শিখিয়ে দিও কেমন করে জনান্তিকে বলতে পারি
একটিবারও নাম না নিয়ে , যাও তো তোমার সঙ্গে আড়ি
শিখিয়ে দিও মান অভিমান অনায়াসেই বলতে পারা
কেমন করে ঝরলে পাতা বসন্ত তাও দিচ্ছে সাড়া
কেমন করে সটান চিবুক অনায়াসে যায় পেরিয়ে
ভেঙে পড়ার দুঃখ হাজার প্রসাধনীর আড়াল নিয়ে
বুকের ভেতর অটুট পাথর আমার শুধু গুঁড়িয়ে যাওয়া
শীত শীত আর জমাট বাঁধা কানের লতির হিমেল হাওয়া
শিখিয়ে দিও তোমার কাছেই শিখতে চেয়ে বসতে রাজি
কেমন করে হারা ঘুঁটি নতুন করে লড়ছে বাজি
আমি শুধু কাঁদতে জানি হার মানি তাই সব খেলাতে
শিখব বলেই এলাম যে আজ তোমার কাছে শেষ বেলাতে ।