কবিতায় সুনৃতা রায় চৌধুরী

মরুজয়ী
এদেশ ঊষর বড়ো অকরুণ রোষে
তপন দারুণ ক্রোধে অগ্নি নিঃশ্বাসে
বালুময় চরাচর সরসতা কেড়ে নেয়
নিরন্তর অবিরত নিয়ত নিঃশেষে
শ্যামলের হাহাকার এ দেশের মনে
হরিৎ স্বপ্ন জাগে নগরীর কোণে
ধারাস্নানে বঞ্চিত বৃক্ষেরা সিঞ্চিত
পাদমূলে নিরলস পরম যতনে
বেঁচে থাক এদেশের ছায়াময় তরু
শ্যামল সজীব হোক পরাজিত মরু
আনুক বৃষ্টি ডেকে নীরস আকাশ থেকে
সবুজের অভিযান হয়ে গেছে শুরু।