কবিতায় সংঘমিত্রা রায়চৌধুরী

অ-শোক
অশোক ডালে ঝুলিয়ে দিয়ে পাথরচাপা অথৈ শোক,
নদীর স্রোতে সাঁতরে চলে নিরুদ্দেশে একলা উপল খণ্ড,
বহুব্রীহি সমাসকালে স্নেহের শিরস্ত্রাণে সাজে অ-শোক,
রতি-মদন ধ্রুবক কেবল বাকি সবই রাজবেশেতে ভণ্ড।
মহাপ্রভুর পথের রেখায় ক্রমাগত লক্ষ-কোটি লোক,
মহোৎসবের আঙিনাতেই খরচ ধ্বজাধারীর পোঁতা দণ্ড,
শোকপ্রকাশের ঘনঘটায় কম্পমান ভূলোক দ্যুলোক,
অ-শোক হাসি-ছটা গণ্ডে, অমাবস্যায় মেশে পূর্ণিমার মণ্ড।
ভালোবাসলে মানুষ যে ঘর খোঁজে তাই বৈকুণ্ঠ গোলক,
অপ্রেম যতই থাকুক কখনও সেই ধাম হয় না লণ্ডভণ্ড,
সেই ঘরেই আশ্রয় শান্তি, সেঘরই জীবনীশক্তির চালক,
অ-শোক অনুদ্বিগ্ন রাজপ্রাসাদে সুখের ভাণ্ড হয় না পণ্ড।