T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় সুদীপ্তা রায়চৌধুরী

অহম ৪
তুমিই ধর্ষক, তুমিই পিতা
আবার তুমিই সাজবে ত্রাতা!
এতো নাম ভূমিকায়
করে চলো অভিনয়
দেখে বড় ভয় হয়
কখন কী মুড হয়!
চোদ্দো তারিখ মধ্য রাত
বন্ধু সাজছো অকস্বাৎ!
বাজবে শঙ্খ গর্জাবে খদ্যোতও
আজ রাতে পুরুষ তুমি ব্রাত্য
হয়ে থেকো নির্বাক, নেহাৎই দর্শক
আমার পিতা, আমার ধর্ষক!