T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় সুনৃতা রায় চৌধুরী

অন্ধ যবনিকা
আজ রাখী বন্ধনের দিন মুখ ঢেকেছে বোনেরা
প্রশ্ন জেগেছে তোমাদের মনে।
বিদ্ধ করেছ বিদ্রুপে স্বভাবসিদ্ধ ভাবে।
জেনে রাখো আমাদের কথা।
না, পর্দার আড়ালে চলে যাইনি,
বোরকা দিয়ে করিনি নিজেকে আবৃত।
যদিও একটা নারকীয় অন্ধকার ঘনিয়ে এসেছে,
নারীত্বকে দলিত করেছে নরকের কীটেরা
আকার প্রকার এক রকম হলেও
যাদের পুরুষ বলতে ঘৃণা হয়।
তবুও ভয়ে নয়, লজ্জায় নয়,
এই কালো রং তোমাদের চোখ খুলে দেওয়ার জন্য।
ভেবে দেখো একবার সেই নারী বিহীন বিশ্ব
এমনই অন্ধকার হবে
যেখানে থাকবে না স্নেহ, পেলবতা, দয়া, রমণীয়তা
থাকবে না সেবা, থাকবে না সুধা, থাকবে না প্রেম,
সবচেয়ে বড়ো কথা থাকবে না কোনো শিশু।
তোমরা দিনে দিনে আরো ক্রূর হবে, হবে অসহিষ্ণু,
তোমরা নতুন নতুন অস্ত্র শানাবে
নখ দাঁত হবে আরো ধারালো
নতুন নতুন যুদ্ধে ব্যাপৃত হবে ঘরে বাইরে।
ক্ষতবিক্ষত হবে নিয়ত।
কেউ বাধা যেমন দেবে না
প্রলেপ দিয়ে সান্ত্বনাও দেবে না
এই ভাবেই নেমে আসবে ক্রান্তিকাল
যার শেষে তুমিও থাকবে না।
শোক তাপ দূরে রেখেছি অনেক ঘা খেয়ে খেয়ে।
আর লজ্জা নয়, ভয় নয়, প্রতিবাদ নয়,
এমনকি ঘৃণা কি ধিক্কারেও নয়
আজকের এই প্রতীকী কালো রং মুখ লুকানোর জন্য নয়।
তোমাকে বোঝাতে চেয়েছি সেই আঁধারের কথা,
যা কিনা এর চেয়েও নিকষ কালো।
তুমি কি বুঝতে পেরেছ?