কবিতায় সুনৃতা রায় চৌধুরী

আমার বাতায়ন
বহির্মুখী দৃষ্টি আর অন্তর্মুখী মন
দুইয়ের মাঝে রইল আমার মুক্ত বাতায়ন।
সে পথ দিয়ে উঁকি মারে ভোরের প্রথম আলো
দিনের শেষে সন্ধ্যা আঁধার সেই পথে ঘনালো।
উজাড় করা সবুজ নিয়ে একটি নিমের ডাল
আড়াল করে পর্দা টেনে কংক্রিট জঞ্জাল।
ছায়া দুলায় প্রখর রোদে মায়া বুলায় চোখে
তপ্ত হাওয়া শীতল হয়ে আমার ঘরে ঢোকে।
মরকত মণির মতো সবুজ ফলের আশে
ভোর না হতেই দলে দলে পাখপাখালি আসে।
বেনে বৌয়ের গয়না দেখে হিংসুটে বুলবুল
লেজঝোলা সে ফিঙে দোয়েল দিনভর চুলবুল।
দুপুর বেলায ছাতারেদের আলোচনা সভায়
ঘুঘু এসে গুনে দেখে এসেছে কি সবাই?
চৈত ফাগুনে বসন্তবৌরি মাথায় সিঁদুর পরা
বিয়ের সাজে, কোকিল তখন গানে পাগল করা।
কাঠবিড়ালী প্রজাপতি মৌটুসীদের খেলায়
ক্লান্তি এবং বিষণ্ণতা কখন যেন ভোলায়।
ঘরের কাজে ঘোরের মাঝে ঘুরতে থাকি যত
জানালাখানা আরাম আনে মা’র আঁচলের মতো।
সুখে থাকার গৃহসজ্জা পায় না মনে ঠাঁই
একটি খোলা জানালা ঘিরে যে আনন্দ পাই।