কবিতায় সুনৃতা রায় চৌধুরী

লোভী
বনের মাঝে বনবাসী হরেক রকম জন্তু
বনের বাইরে দু’পেয়ে সব, ওরাও পশু কিন্তু।
সবার চেয়ে নিঠুর ওরা হিংস্র সবার চেয়ে
যা প্রয়োজন, তার বেশি তার লোভে গেল ছেয়ে।
বনবাসীরা ভয়ে সারা দেখে ওদের তাণ্ডব
লোভের আগুন লকলকিয়ে দহন করছে খাণ্ডব
পণ করেছে থাকবে ওরা সবার চেয়ে উচ্চ
গাছগাছালি পাখি পশু, সবার জীবন তুচ্ছ।
নির্বিচারে শেষ করেছে পাখিপশুর দঙ্গল
তুলতে গড়ে সমান্তরাল ইট পাথরের জঙ্গল
সরল পশুর বুঝতে বাকি ওদের অভিসন্ধি
লোভ দেখিয়ে, ঘুম পাড়িয়ে করছে তাদের বন্দী।
অরণ্যের সে মুক্ত জীবন শুধু অরণ্যে রোদন
নিশ্চিত আহারের শর্তে দু’পেয়ের বিনোদন।
বনের প্রতাপ স্বাধীন জীবন হারিয়ে কেবল বাঁচা
আমৃত্যু তার ভুবন জুড়ে গরাদ দেওয়া খাঁচা।
দেখছে বা কেউ নিছক মজায়, শিখছে প্রাণী তত্ত্ব
কোন নিয়তি অন্তরালে জানান অমোঘ সত্য,
ভাবছে ওরা সৃষ্টি যত, সবই ওদের ভোগ্য
প্রত্যাঘাতে বিনাশ আনবে বিপুল ধ্বংস যজ্ঞ।