T3 || ঘুড়ি || সংখ্যায় সুনৃতা রায় চৌধুরী

পরিত্রাতা
নীল আকাশে উড়ছে ঘুড়ি উড়ছে বিজয় উল্লাসে
বহুতলের ছাদের থেকে অসীম সুখের তল্লাসে।
উঠতে হবে সব ছাড়িয়ে ডাকছে প্রাণে খুশির বান
রইলো পড়ে লাটাই বাঁধন তুচ্ছ হলো সুতোর টান।
ছিন্ন সুতোর মুক্তি নিয়ে সূর্য ছোঁয়ার আকাঙ্ক্ষায়
সাধলো মে বাদ কটূক্তি আর বিদ্রূপেরই ‘ভোকাট্টা’য়।
নামছে ঘুড়ি মাটির টানে আটকালো এক বটগাছে
হতাশাতে নিমজ্জিত, বিশ্ব নীরস তার কাছে
আদুল গায়ে ময়লা ইজের দেবশিশু এক দেখতে পায়
ছিন্ন দেহ ভগ্ন সে মন জুড়ে নতুন প্রাণ ফেরায়।
আবার ঘুড়ি আকাশমুখো, সূর্য ছোঁয়ার স্বপ্ন নেই
সূর্যালোকের খোঁজ পেয়েছে পরিত্রাতার অন্তরেই।