কবিতায় সুনৃতা রায় চৌধুরী

বৈশাখী ঝড়
এই তো ছিল তপ্ত মাটি, হাওয়ায় ছিল আগুনের নিঃশ্বাস
দিগন্তের এক টুকরো মেঘে ছাইলো হঠাৎ সমস্ত আকাশ
উড়িয়ে ধুলো, শিমুল তুলো, শুকনো পাতা ধেয়ে এলো ঝড়
ভাঙলো শাখা, পাখির বাসা, তালের পাতা কাঁপছে থরোথর
হঠাৎ কালো মেঘ চিরে ঐ বিজলী ঝলক, কড় কড়াকড় বাজ
ওলটপালট বনস্থলী প্রলয় লীলায় মাতেন বিশ্বরাজ
টুপটাপ শিল, ঠাণ্ডা হাওয়ায় ভর করে ঐ নামলো অঝোর বৃষ্টি
মন্ত্রবলে বশ হলো তাপ, শীতল হয়ে বাঁচলো যেন সৃষ্টি
কিছু ক্ষণের ধ্বংস লীলার অন্তে যেন শান্ত প্রভু রুদ্র
উড়িয়ে দিয়ে জীর্ণ শীর্ণ তুচ্ছ এবং যা কিছু সব ক্ষুদ্র
কালবোশেখীর রুদ্রবীণায় বাজছে তখন নতুন প্রাণের সুর
নিদাঘ দিনের অন্তে শীতল বৈশাখী ঝড় তাই এত মধুর।