T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় সংঘমিত্রা রায়চৌধুরী

মহাকালের দংশন
অর্থহীন দুই শব্দের দ্বৈত অর্থহীনতার দৌত্যে
গঠিত একটি পথভ্রষ্ট নিরুদ্দেশ গোপন অভিযান,
বিপথগামী নৌকাযাত্রীর বুকে ক্রন্দসী অভিমান।
কোনও পূর্বপরিকল্পনা নেই, নেই কোনও অনুমান,
আছে কেবল অভিব্যক্তিহীন নাবিকের ব্যর্থতার গণিত,
আছে কোষমুক্ত তরবারি থেকে ঝরে পড়া বিন্দু-বিন্দু শোণিত।
গতিহীন ধারাস্রোতের অভিযোজন গোলাকার শূন্য,
নক্ষত্র বিদায়ের গানে মেঘমল্লার বাজে বিষাদ-বিধুর,
হে গতিময় সময়, চেতনার আঘাত-ভারে হৃদি তিক্ত-অমধুর।
উপলক্ষ্য সুদূর, কল্পনা অতি সুদূর, অবিন্যস্ত চিন্তাবিন্যাস,
নিভৃত শোকের উদযাপনে ছিন্নভিন্ন ব্যক্তিগত মূলাধার,
মহাকালের দংশনে মহাশূন্যে গমন, অপেক্ষায় শবাধার।