কবিতায় সুনৃতা রায় চৌধুরী

কথা
(১)
নীল আকাশে সাদা মেঘের ভাসিয়ে ভেলা
শরৎ এলো, আলের ধারে কাশের মেলা
শিউলি গন্ধে ছুটলো ভ্রমর ভোরের বেলা
মনের মাঝে বাজছে মায়ের আগমনী
শ্রবণেতে শুনছি তাঁরই চরণধ্বনি
প্রাণ চাইছে একটু তোমার কথা শুনি।
(২)
এ আশ্বিনে ঝাঁপিয়ে এলো খেপা শ্রাবণ
বৃষ্টি ধারা মাতালো কী ঝড়ো পবন
ছন্দ কাটে, গতি হারায় দিবস যাপন।
এমন দিনে মনের মাঝে ময়ূর নাচে
বললে কথা শোনার তোমার সময় আছে?
আজকে নাহয় আবার এলে মনের কাছে।
(৩)
আকাশ ভরা তারার আলো ঢাকলো মেঘে
ক্ষণিক উজল বিদ্যুতেরই চমক লেগে
শনশনশন ঝড়ের হাওয়া বইছে বেগে
এই রাতে মন উথালপাথাল এলোমেলো
কথার সায়র কানায় কানায় টলোমলো
দুয়ার তোমার খুলবে কি আজ? সময় হলো?