T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় শম্পা রায় বোস

বলতে নেই
কিছু কিছু ভালোলাগা বলতে নেই কক্ষনো।
সাদা থানের পেট চুইচুই ক্ষিদের একাদশীর গোপন নিঝুম ঘুমোন্ত দুপুরে কোন তুতো দেওর যখন জড়িয়ে ধরে মাছভাত খাইয়ে দেয়,,সে ভালোলাগা বলতে নেই।
ভাইফোঁটায় সিনেমা হলের অন্ধকারে মামাতো দাদার হাত ধরে সিনেমা দেখার ভালোলাগার কথাও কোনদিন বলা যায় না।
গরমের ছুটিতে লোডশেডিং এর অন্ধকারে জোর করে মাসতুতো দাদার চুমু খেয়ে নেওয়ার গোপন ভালোলাগা কোনদিন কাউকে বলাই হয়ে ওঠে না।
পুজোর ব্যস্ত সকালে বরের দাদা যখন ঘেঁটে যাওয়া সিঁদুরের টিপটা ঠিক করে দেয়।
বয়েসে বড়ো, ছোট দেওর যখন ঝপ্ করে কোলে মাথা রেখে চোখ বন্ধ করে আদুরে গলায় বলে মাথাটা একটু টিপে দাও না,, কখনও বলতে নেই সে ভালোলাগার কথা।
বলা হয়ে ওঠে না দিদির বিয়েতে ওর দেওরের সঙ্গে কিছু খুনশুটি কিছু ঘন্টার ভালোলাগা।
বন্ধুর বাবাকে ভালোলাগার কথাও সাহস করে কাউকে বলাই যায়না।
না সব কথা বলতে নেই। কিছু ভালোলাগা ঢেকে রাখতে হয়। সারাজীবন আগলে রাখতে হয়। বলতে নেই কোনদিন কক্ষনো।