T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় শ্রাবণী ভট্টাচার্য
by
·
Published
· Updated
তবুও রবি
আমার ঝুপ করে নেমে যাওয়া রাত্তিরে
বিষণ্ণতা গ্রাস করে আমাকে।
প্রায়শই মৃত্যুর কাছ ঘেষে দাঁড়াই
চিতার আগুনের ঘ্রাণ
স্নায়ু জালে বাঁধা পরে থাকে।
ক্লেদ মাখা দেহে
কোলনের উদাসীন দ্বেষ
বিবমিষা জাগায় নরম আদরে।
তবুও গোপন অন্ধকার চিঁড়ে
রবির আলোয় ভেসে যায় ঘর
ধ্রুব তারা কথা বলে
বৃষ্টির আনখ ঝাপটায়
ভেসে আসে সুর
“নাই নাই ভয়
হবে হবে জয়”
নিথর রাত ভেদ করে
তীব্র গতিতে ছুটে যায় অ্যাম্বুলেন্স
কোভিড কেয়ারের দিকে।