ধরে নিলাম কেউ আর খোঁজ নেবে না আমাদের।
অথচ এই সময় বাবার বেঁচে থাকাটাই বেশি প্রয়োজনীয় ছিল।
সকাল-দুপুর-সন্ধ্যা-রাত
শাড়ির আঁচলে চোখ ঢেকে কাঁদে মা।
জমানো অর্থ ফুরিয়ে আসছে,
বিক্রি হয়ে যাচ্ছে শখের আসবাবপত্র।
তবু এখনও বিশ্বাস করবে ঈশ্বরকে?
ধরে নিলাম এমনভাবেই কেঁদে কেঁদে যাবে দিন,
মেনে নিতে হবে অদৃষ্ট।
তবু নিরাশার ভিতরেও প্রতিদিনের সূর্য-চন্দ্রের আসা যাওয়া দেখি,
আশা রাখি সময় একদিন ঠিক বদলাবে।
ফুটপাতের উপর ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখি একদিন –
আমি রাজা হয়ে গেছি;
আর আমাদের কোনও অভাব নেই কোনও।
তখন আবার বিশ্বাস করি ঈশ্বর আছেন।