‘আমি ভালো নেই’ শোনার মতন
কানগুলো হঠাৎ বিশ্বাস হারাতে হারাতে,
মেনে নিতে শিখিয়েছে, ‘আমি ভালো আছি’।
ভালো আছি তাই,
ছায়ার মতো অবিকল এক
প্রশান্তি নিয়ে।
আচ্ছন্নতা ঘিরে রাখে আবেশের মতো।
এই তো বেশ!
আঙুল তুলি না আজকাল,
তেমন প্রয়োজন না হ’লে,
গুটিয়ে রেখে যখন আশ-পাশ-কে
ভালো রাখা যায়।
ভালো থাকে তারা,
বিজয়ীর হাসি যে ভীষণ দামী!
এককালে ঈর্ষা ক’রে বেঁচে থাকা মানুষগুলো
বড় বেশি শান্তি পায়,
আমি-ও শান্তি পাই
কোনো এক রিপুকে বশ ক’রেছি ভেবে…