।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সুদেষ্ণা রায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সন্ধিক্ষণে জেগে ওঠেন দেবী
পুজো আসছে…
তাই…
পুজোর তর্জা…
তোমার দুর্গা
শপিং মলে ঘোরে,
বিলাসিতার ওড়না রাখে গলায়।
আমার দুর্গা
শুষ্ক স্তনের নীচে,
অনাহারের চিহ্ন বয়ে বেড়ায়।
তোমার দুর্গা
দাপুটে গাড়ির হর্নে
বিরক্তিতে সময় মেপে নেয়।
আমার দুর্গা
সময়ে কান্না চাপে,
দাগ টানে ‘দাগ’
অকাতর লজ্জায়….
চলতে থাকে তর্জা…
‘তোমার দুর্গা’ বনাম ‘আমার দুর্গা’-র….
কে যেন ‘তোমার দুর্গা’ ব’লে আঙুল তোলা লোকগুলোকে প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ভীড় জমাতে দেখে, চিৎকার ক’রে ব’লে ওঠে….
” যা দেবী সর্ব্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ।।”
‘তোমার দুর্গা’ ‘আমার দুর্গা’ হয়,
হাত ধ’রে নিয়ে ‘আমাদের’ হয়ে ঘোরে।
রেস্তোরাঁতে পাশাপাশি ‘সখি’ হয়,
ভীড়ের ভিতর দু’জন-ই নজর কাড়ে।
ক্রমশঃ জমানো তর্জাগুলো মুছে,
বোধনরূপী সূক্ষ্মতম সুঁচে
গেঁথে চলে এক কঠিনতম মালা।
সন্ধিক্ষণে জেগে ওঠেন দেবী,
অভাব এবং আতিশয্যের জ্বালা
বুকে বয়ে নিয়ে পেরিয়ে চলেন নদী।
যুক্তি এবং তর্ক মিলেমিশে,
মিশতে থাকা অমৃত আর বিষে,
শান্ত স্রোত-ই ভাসায় নিরবধি …