গদ্যানুশীলনে শুভ্রব্রত রায় (অণুগল্প)

ভাগ্যচক্রে কোটিপতি
অত্রিবাবু থাকেন পূর্ব বর্ধমান জেলার একটি গ্রামে। একদিন অত্রিবাবুর বন্ধুরা অত্রিবাবুকে লটারি কেনার জন্য প্রবল জোরাজুরি করেন।
ইচ্ছে না থাকা সত্ত্বেও এক প্রকার বন্ধুদের জোরাজুরিতে পকেট থেকে কুড়ি টাকা বের করে লটারি কেনেন, অবশ্য তিনি আগে কখনোই লটারি কেনেননি।
পরের দিন সকাল হতেই এক বন্ধুর ফোন,- ‘তোর লটারির টিকিটে এক কোটি টাকা উঠেছে।’
প্রথমে তিনি বন্ধুদের ফোনকে ঠাট্টা বা মজা ভেবে উড়িয়ে দিলেও বারবার বন্ধুদের ফোনে বাধ্য হয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট মিলিয়ে জানতে পারেন সত্যিই তার টিকিটে এক কোটি টাকা প্রাইজ উঠেছে।