• Uncategorized
  • 0

মার্গে অনন্য সম্মান শ্রীলিম (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৯
বিষয় – নৌকাডুবি/ বন্ধন/ কাঁচের ঘর

একদিনেতে কীসের দিবস ?

একদিনেতে কীসের দিবস ?
বাকী দিনগুলোতে অবহেলা,
মুখ ঘুরিয়ে তাকাস না।
পুঁতে দিলেই কী সম্পর্ক শেষ ?
কচি কচি পাতার বাহার,
চোখে দেখেও দেখিস না।
কী করে বেড়ে উঠি দেখতে আসিস ?
সময় কোথায় তোদের!
প্রখর রোদ্দুরে জড়িয়ে ধরিস।
কী করে যে তেষ্টা মিটায় ?
ফলেই আমাদের কান্না পোরা।
সেই কান্নাতেই তেষ্টা মেটাস।
প্রতিশোধ কি নিই কখনো ?
অগণিত অত্যাচারের হৃদয়ে ছাপ,
ব্যথায় হলুদ হয়ে শুকিয়ে মরি।
দূরে ঠেলে দিয়েছি কি কখনো ?
মায়ের মতো বন্দী আমি,
বিধির বিধানে নিয়তির ফেরে!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।