T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সোমনাথ রায়

ইজরায়েলের ৬ বছরের একটি ছেলে ৩,৫০০ বছরের পুরনো টেরাকোটার ফলক আবিষ্কার করেছে
অতি সম্প্রতি ইজরায়েলে আবিষ্কৃত ৩,৫০০ বছরের পুরনো টেরাকোটার ফলকটিতে পিছমোড় করে হাত বাঁধা যে নগ্ন বন্দীটিকে দেখা যাচ্ছে তার শেষ পরিণতি হয়ত মোটেই সুখের হয়নি কিন্তু ছ’বছরের যে ছেলেটি দু’মাস আগে হটাৎ এই দুর্লভ প্রত্নবস্তুটি খুঁজে পায় তার কপাল বরং অনেক ভাল।
টাইমস অফ ইজরায়েল অনুসারে গাজা স্ট্রিপের কিব্বুজ নিরিমের বাসিন্দা ইমরি এলিয়া তার মা-বাবার সঙ্গে নেগেভ মরুভূমিতে কিব্বুজ রেইমের কাছে তেল জেম্মেহ প্রত্নতাত্ত্বিক স্থানে বেড়াবার সময় ২.৮ বর্গ সেমি (০.৪৩ বর্গ ইঞ্চ)আয়তনের তাক্তিটি দেখতে পেয়েছিল।
কৌতূহলী ছেলেটি মাটির ছোট বস্তুটি হাতে তুলে নেয় যাতে দুটো মানুষের মূর্তি খোদাই করা ছিল। তার বাবা-মা ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেন। এরপর ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষের কর্মকর্তারা ঐ নিদর্শনটি ইজরায়েল অ্যান্টিকুইটিজ অথরিটির ন্যাশনাল ট্রেজার্স বিভাগে পাঠিয়ে দেন।
ইজরায়েল অ্যান্টিকুইটিজ অথরিটির ডিজিটাল ফটোগ্রাফি ল্যাবরেটরিতে বস্তুটি পরীক্ষার পর প্রত্নতাত্ত্বিকরা বুঝতে পারেন যে প্রত্নতাত্ত্বিক খননে এখনও পর্যন্ত ইসরায়েলে যা কিছু আবিষ্কৃত হয়েছে তাদের কারুর সঙ্গেই এটির মিল নেই।
ফলকটায় একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে যেটাতে একজন উচ্চপদস্থ মানুষ একজন বিবস্ত্র বন্দীকে পিছমোড়া করে বেঁধে নিয়ে যাচ্ছে। গ্রেফতারকারীর কোঁকড়ানো চুল আর সম্পূর্ণ মুখ দেখা যাচ্ছে কিন্তু বন্দী খুব রোগা আর মুখটা লম্বাটে।
ইজরায়েল অ্যান্টিকুইটিস অথরিটির প্রত্নতাত্ত্বিক সার গনোর, ইতামার ওয়েইসবেইন এবং ওরেন শমুয়েলি মনে করেন যে ফলকটি ব্রোঞ্জ যুগের শেষ দিকে, মানে ১২ থেকে ১৫ খ্রিষ্টপূর্ব শতাব্দীতে তৈরি করা হয়েছিল যখন কেনান অঞ্চলে রাজত্ব করতেন মিশরীয় সম্রাটরা যা স্থানীয় রাজাদের দ্বারা শাসিত “নগর-রাষ্ট্র” নিয়ে গঠিত ছিল। প্রায় ৩,৫০০ বছর আগে এই অঞ্চলটি কেনানীয় রাজাদের মধ্যে দ্বন্দ্বের কারণে বিপর্যস্ত ছিল।
তেল জেম্মেহ প্রত্নস্থানটিকে কেনানীয় শহর য়ুর্জা বলে সনাক্ত করা গেছে যেটি ঐ দেশের দক্ষিণের সবচাইতে পরাক্রমশালী শহরগুলির মধ্যে অন্যতম ছিল। ফলকের দৃশ্যটি সম্ভবত য়ুর্জা এবং নিকটবর্তী শহর গাজা বা আসকেলন শহরের মধ্যে ক্ষমতার লড়াইয়ের রূপক চিত্রায়ন। প্রত্নতাত্ত্বিকরা বলেছেন – “এর ফলে কেনানীয় যুগে দেশের দক্ষিণে ক্ষমতার লড়াইয়ের একটা ছবির জানালা খুলে গেল”।
ইমরি হয়ত তার আবিষ্কারের ঐতিহাসিক গুরুত্ব এখনই বুঝতে পারবে না কিন্তু সে ইতিমধ্যেই যথেষ্ট প্রচারের আলো আর ইজরায়েল অ্যান্টিকুইটিস অথরিটি থেকে ভাল নাগরিকত্বের একটি শংসাপত্র পেয়েছে। ইজরায়েলের আরও অনেক বাচ্চারা এইরকমের হঠাৎ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেছে, ইমরি সেই ক্লাবের নতুনতম সদস্য।