গদ্যানুশীলনে শুভ্রব্রত রায়

ইচ্ছে পূরণ
অয়ন আর অরিজিৎ দুই বন্ধু। তারা প্রচণ্ড ভ্রমণ পিপাসু, প্রায়ই এক সাথে এখানে-ওখানে ভ্রমণে বেরিয়ে পরে।
এবারে তারা দুজনে ঘুরতে ঘুরতে মন্তেশ্বরের প্রায় এক হাজার বছরের পুরনো রাজবাড়িতে এসে পৌঁছায়।
সেই বৃহৎ রাজবাড়ির অনেকাংশই ধ্বংসে পরিণত হয়েছে। অয়ন ও অরিজিৎ খুবই সাহসী। তাই তারা ওই ধ্বংসাত্মক রাজবাড়ির ঘরগুলো দেখে, যদি কোনো ঐতিহাসিক জিনিসের সন্ধান মেলে।
খুঁজতে খুঁজতে অরিজিৎ একটি ঘরের সিন্দুকে পেল বহু মূল্যবান হীরের আংটি আর একটি চিঠি। চিঠিতে লেখা যে এই আংটিটি পাবে, তার সমস্ত ইচ্ছে পূরণ হবে।