ফার্স্ট স্টপ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ফার্স্ট স্টপ : প্রেম-শরীর-সমাধি
আজকে আমি প্রেমিক সেজেছি,
হাতে নিয়েছি রক্তাক্ত গোলাপ,
পরেছি হলুদ পাঞ্জাবি –
সাথে বাহারি আতর মেখেছি!
তোমার জন্য আজ প্রেমিক সেজেছি,
যেমনটি সেজেছিলাম বছর তিনেক আগে।
সেই কোজাগরী রাতে মধুবনে আবার এসেছি,
সঙ্গে নিয়েছি তোমার প্রিয় বেল ফুলের মালা।
তাকিয়ে দেখ, তোমার হাতে বানানো রুমালটা পকেটে,
মুখে রেখেছি মিঠা আতর দেওয়া পান।
চুল গুলো যত্ন নিয়ে আঁচড়েছি,
নিজেকে তোমার মনের মতো করে সজিয়েছি।
কইগো, উঠে এসো কবর ছেড়ে!
পাশে কেউ নেই,
কেউ দেখতে পারবে না।
তোমার জন্য আমি তাজা রক্ত এনেছি,
নিজের রক্ত!
এসো, আমায় গ্রহন কর।
ঝটাপট নিজের হাতের ওপর ছুরি চালালাম।
কিন্তু রক্ত কই?
ও! মরার বুঝি রক্ত থাকে না?
সেদিন তুমি মরার পর আমিওতো মরেছিলাম!
শরীর নেই, প্রেমটা রয়ে গেছে
আর জেগে আছে বিসর্জনের তিথিটি