কবিতায় বলরুমে সন্দীপ রায়

ঘুমন্ত বীজ
চেতনার মিছিলে পায়ে পা মিলিয়ে
হাঁটছে দুটি অবুঝ মন
মানব শৃঙ্খলা আবদ্ধ নশ্বর জীবন
উষ্ণ আবেগ ঝলমল সুদৃশ্য আয়নায়
সোহাগ চুম্বনে নারী হয়ে ওঠে উচ্ছল নদী
পুরুষ কামনার আগুনে ঝলসানো জ্বলন্ত কাঠ
অর্ধেক আকাশ খোলা থাক আগামীর প্রতীক্ষায়
অর্ধেক, রাতজাগা পাখির ঠোঁটের উষ্ণ নিঃশ্বাস
কামনার অন্তঃকরণে ঘুমন্ত বীজ
পথ খুঁজে নেবে আগামী প্রজন্ম।