কবিতায় সত্যজিৎ রায়

গাছ

বাবা বলেছিল, তুই অনেক বড়ো হবি
বাগানের ওই তাল গাছটার মতো-
হতে পারিনি।
এখন আমি পাথর কুঁড়োই,
আমার চেয়ে উঁচু গাছ দেখলেই কেঁটে ফেলি।
আমার বহুতল থেকে
গাছগুলোকে অনেক ছোট দেখায়-
আমি নই, আমার বহুতল বড়ো হবে আরও।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *