রঙীন হয়ে থাক তুমি
হোক রঙীন সবাই
রঙীন মনে রঙের প্রতাপ
পড়বে যেন সবটাই।
তোমার রঙে ভরিয়ে নিলাম
আমার যত সব কালো,
এখন যদি যাই;
সবার মুখে শুনবে কেবল সবই ভাল।
বলতে আমি চাই না কিছুই
তবু বলাই আমার ধর্ম,
তুলুক না তুলুক কানে
চালিয়ে গেছি কর্ম।
দোষ দেখো না গুণটি দেখ
নইলে দুষ্ট হবে আঁখি,
ফাঁক রেখো না কোন কাজে
তাহলে কর্ম হবে মাটি।
সব ভাল যার শেষটা ভাল
শেষের কথাই ভাব,
আমার কথা শেষে, নটেগাছটি খসে।
কারণ এবার আমি যাব।।
২| নীল আকাশ
পাখির মতো যেতে ইচ্ছে করে উড়ে,
এই নীল আকাশ জুড়ে।
এই নীলাকাশ রবির কিরণে দেখতে লাগে অপূর্ব,
সমস্ত জীবকুল তা দেখে যেন করে গর্ব।
শুভ্র মেঘ যায় ভেসে মাঝে মাঝে এই আকাশ জুড়ে,
ভাবি আমি যদি পারতাম যেতে এভাবে বহু দূরে।
সূর্যোদয়ে এই নীলাকাশ হয়ে ওঠে রাঙা,
যা দেখে মনে হয় লাল রঙে হয়ে যাচ্ছে ঢাকা।
এই আকাশে বইছে নানান প্রকার বাতাস,
তাতেই তো চলছে আমাদের শ্বাস-প্রশ্বাস।
এই আকাশে উড়ে বেড়ায় অসংখ্য শঙ্খচিল,
বসে আমি ভাবি যদি হতো আমার ওদের সাথে মিল।
যদি পাখিদের মতো আকাশে উড়তে পারতাম,
তাহলে সুন্দরভাবে সমস্ত জগতকে দেখতাম।
স্বচ্ছ আকাশে সূর্যালোকে জগৎ হয়ে ওঠে ঝলমল,
সেই আলোই তো সমস্ত জীবকুলের সম্বল।
এই আকাশ থেকে এসে রৌদ্র ছায়ায় মিশে,
জগতের সূর্যাস্ত হয় দিনের পরিশেষে।