গদ্যানুশীলনে শুভ্রব্রত রায়

অদ্রিজা ও অর্পিতা
প্রতাপবাবুর দুই কন্যা সন্তান,তাদের নাম অদ্রিজা ও অর্পিতা। কিন্তু অর্পিতা খুবই চঞ্চল ও ডানপিটে তবে অদ্রিজা শান্ত স্বভাবের।
যখন তারা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তখন খেলতে খেলতে অর্পিতা অদ্রিজাকে ধাক্কা দেয়। তৎক্ষণাৎই অদ্রিজার কপাল থেকে রক্ত ক্ষরণ হতে থাকে প্রচুর পরিমাণে, মা অর্পিতাকে খুব বকাবকি করে। তাই দেখে অর্পিতা খুব ভয় পেয়ে যায় এবং অনুশোচনাও করে। প্রতাপ বাবু তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ডাক্তারবাবুর নিয়মে থেকে ধীরে ধীরে অদ্রিজা সুস্থ হয়ে ওঠে।
তবে, তারপর থেকে আর অর্পিতা অদ্রিজাকে কখনও ধাক্কা দেয়নি, তাদের দুই বোনের মধ্যে এক মধুর সম্পর্ক গড়ে ওঠে।
এখন কর্ম সূত্রে অদ্রিজা থাকে আমেরিকায় আর অর্পিতা থাকে ফ্রান্সে।