T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় শাল্যদানী

কে জাগো রে
প্রিয় অপরিচিতাকে অভিনন্দন।
শীতকাল চোখে তার আভাসমাত্র জানি
ক্ষণচর চাতুর্যময় চাউনি
ও পদ্মচোখ আমি চিনি
আর তার গলারজোর
শূন্যপথ বেয়ে এগিয়ে চলে
অসীমে
সুর ভোলানো সেই গানখানা
ধানের ক্ষেতের পাশে জোড়া পায়ের আল্পনা
মিলিয়ে দেখি
গন্ধধূপ দরাজদিল মুসাফিরি
পথিক যে হারিয়েছে পথ
বৃষ্টির ফোঁটাচিহ্নিত জল
সে জলেতে পথের বাঁক,
আমিতো অবাক
সকাল সকাল
জলকলতলে
বিন্দুস্থ স্নানিকা —
নীলচে কাপড়ে যৌবনের ছাপ
এলাচি গন্ধে তার জলের অস্তিত্ব
ঠিক জলপরীর মতো।
সে অবশ্যম্ভাবী অচেনা যেন প্রহরে প্রহরে
নইলে বলবে কেন
‘ কই গো, কে জাগো রে! ‘