গদ্যানুশীলনে শুভ্রব্রত রায়

প্রবাসী
চঞ্চলবাবুর একমাত্র পুত্র হল সায়ন, পড়াশোনায় সে খুবই মেধাবী। বরাবর সায়ন প্রথম স্থান অধিকার করে উত্তির্ণ হয়েছে স্কুল ও কলেজে। এখন সায়ন থাকে আমেরিকায়।
চঞ্চলবাবু ও ওনার স্ত্রী থাকেন গ্রামের বাড়ি মন্তেশ্বরে, সায়নেরও এই গ্রামের প্রতি আজও রয়েছে টান। কারণ, এখানেই তো তার ছেলেবেলা কাটিয়ে বড়ো হয়ে ওঠা।
বহু বছর হয়ে গেল, তার মন চাইলেও কাজের চাপে দেশের বাড়িতে ফিরতে পারে না। বহু প্রতীক্ষার পর এই বছর দীপাবলির ছুটি পেয়েছে সায়ন। তাই, সে গ্রামের বাড়িতে ফিরছে। সেই কথা শুনে তার পিতা-মাতা আনন্দে আত্মহারা।