T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সুতপা পূততুণ্ড

যৌবনমৌবন
সৌন্দর্য্য সাবানের গন্ধে
বুদবুদ ছুঁয়েছে সিলিং
আজো তাজা গৌতম দার
সেই ফিলিং!
“তোমার মতো সুন্দরী পৃথীবিতে কেউ নেই!”
পঞ্চাশ দশকে জন্মানো কোনো
মেয়ে
ছাপার শাড়ি গায়ে জড়িয়ে
কত নিন্দে কত অপবাদ সয়ে
কাজে বেড়িয়েছিল,বিপ্লবী
দাদাদের চক্ষু এড়িয়ে!
নিস্তার তবু ছিল না!
শাড়ির ভাঁজে,কোমরের খাঁজে
শীতের ঘাম জমে শুকিয়ে গেছে
পাড়াতুত দাদাদের নজর আছে!
বাড়ি থাকলেই, লুকিয়ে পড়া
আরশির আড়ালে,
ছেড়া ব্লাউজ আর ব্রেসিয়ারহীন
উদ্দাম যৌবন
যেন বেরিয়ে না আসে!
চলে যায় আবডালে…..
গৌতম দা নিয়ে গেছে
তার ফিলিংসের দাম।
আজ প্রতিটি রক্তের ফোঁটায়
ক্ষুধার ঘাম।