গল্পেরা জোনাকি তে সুতপা পূততুণ্ড

বাক্স রহস্য
৭.২২ এর সোনারপুর লোকাল,১২ নং প্লাটফর্ম থেকে ছাড়বে! যাত্রীরা নির্দিষ্ট দূরত্বে সরে দাঁড়ান।
এনাউন্সমেন্ট হতে না হতেই মহিলা কম্পার্টমেন্ট এ হুড়োহুড়ি পড়ে গেল! জানলার ধারের সিট নিয়ে
এক বোরখা পরিহিত মহিলা আর এক মহিলাকে ঠেলে জানালার ধারের সিট টা দখল করে নিলেন।
সোনার পুরে এসে ট্রেন প্রায় খালি,শাড়ি পরিহিত মহিলা আর বোরখা পরিহিত মহিলা নিজেদের মধ্যে বচশা জুড়ে দিলেন,এক বাক্সের মালিকানা নিয়ে।
বাক্সটি ২৪ ফুটের কালো পুরো চেন দিয়ে কভার করা।বেশ দামী ব্র্যান্ড।
প্রথমে তর্ক পরে হাতাহাতি।
জি আর পি এসে বাক্স টা নিয়ে গেল! সাথে ঐ দুজন মহিলা কে।
জি আর পিঃ আচ্ছা এবার বলুন ত ব্যাগে কি আছে?
শাড়িঃ আজ্ঞে, ৫০০০/-টাকা,সোনার হার আর কিছু জামা কাপড়।
বোরখাঃ না,মানে
জি আর পিঃ ঠিক করে বলুন,৷
না, মানে কিছু সেলের মাল আছে।
কিছুক্ষন পর এক্সপার্ট আসলেন,মাস্টার কি দিয়ে ছোট্ট তালা ভাঙলেন।
কালো প্লাস্টিকের ব্যাগ,ব্যাগের গা থেকে চুঁইয়ে পড়েছে টাটকা রক্ত!
দুই মহিলাই মূর্ছা গেলেন।