T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় সুপ্তশ্রী সোম
by
·
Published
· Updated
অন্য পঁচিশে বৈশাখ
এবার পঁচিশে বৈশাখ একলাই কাটবেতোমার রবি ঠাকুর,
এবার প্রভাত ফেরি নেই , গান নেই কবিতা নেই
নেই কোনো ভিড় আর তোমাকে নিয়ে পাগল কিছু মানুষের মাতামাতি।
এবারএই চোদ্দশ আঠাশে আমরা ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দী
আমাদের ক্লান্তিকর যাপন এখন মৃত্যুর পরোয়ানায় আষ্টেপৃষ্ঠে বাঁধা
এখন পৃথিবীর গভীর অসুখে মৃত্যু এসে দাঁড়িয়েছে তোমার আর
আমাদের মাঝখানে ।
এবার তাই কোনো কচি মেয়ে ভোর ভোর ঘুম চোখ ডলতে ডলতে স্কুলের পথে হাঁটবেনা ,
আধো আধো বোলে গাইবেনা
“আনন্দ লোকে মঙ্গলালোকে”
এবার তোমার একটু একটু খালি খালিই লাগবে কবি
এবার তুমি ভাববে কি হল সবাই তোমার জন্মদিন
ভুলে গেছে নাকি
তুমি সারা শহরে ঘুরতে ঘুরতে দেখবে না কোনো সমারোহ , কোনো আয়োজন ,
কোনো তোরণ তোমার নামে সাজানো হবেনা
এই শহর তোমাকে এবার সময় দিয়েছে ভাবার
তোমার জন্মদিনে তোমার একলা থাকতে ভালো লাগে না তুমিও ওই ভিড়ের ভিতর বসে রবীন্দ্রজয়ন্তী
দেখতেই ভালোবাস, কবি।
এবার তাই আমরা তোমার জন্মদিনে তোমার পুজো করবো আত্মদীপ জ্বালিয়ে ,
তোমার গান আর কবিতায় নিজেকে উজাড় করে একান্ত হৃদয়ের উত্তাপে
তোমার ছবিতে এবার রজনীগন্ধার গোড়ে মালা নাই বা দিলাম
নিতান্ত টবে ফোটা কোনো একটি দুটি বেল বা গন্ধরাজের গন্ধে তুমি খুঁজে নিও তোমার জন্মদিন কে।
এবার তোমার পূজার ছলে তোমাকে ভুলে থাকব না কবি
এই পঁচিশে বৈশাখে তোমাকে নতুন করে চিনে নেব হয়তো
তোমার গানে খুঁজে নেব মৃত্যুঞ্জয় মন্ত্র গাইব
” প্রভু, তোমার বীণা যেমনি বাজে আঁধার-মাঝে অমনি ফোটে তারা ” ….