মার্গে অনন্য সম্মান শ্রীমতি পান্না দাস (অ্যাডমিন পোস্ট)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৬৬
বিষয় – ছট পূজা(সত্য গল্প)
জীবন যুদ্ধ
শিলিগুড়ি ডিজেল কলোনির সামনে বোবা ক্যাম্প একটি বস্তিতে অতি সাধারণ পরিবারের যার বাবা একটি চায়ের দোকান ছিল, সেই পরিবারের সদস্য সংখ্যা ছিল ছয়জন। এই পরিবারে তিন ছেলের মধ্যে ছোট ছেলেটি পড়াশোনায় খুব মেধাবী ছিল, ছেলেটি নাম ছিল পাপাই। ছেলেটি স্কুলের পরীক্ষা তে ও বোর্ডের পরীক্ষা তে অংকে১০০তে ১০০ নম্বর পেত। ছেলেটির বাবা অতিকষ্টে সংসার চালাত, তার মধ্যে ছেলেটি পড়াশোনার জন্য টাকা পয়সা জোগাড় করতে খুব হিমশিম খেয়ে যেত। বাবার পাশে সাহায্য করার জন্য ছেলেটি পড়াশুনোর সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু কাজ করে নিজের পড়াশোনা টাকা নিজেই জোগাড় করত।
একবার কলেজের বেতন জমা দেওয়ার জন্য অনেকটা টাকা প্রয়োজন তার ছিল,” ছট পূজার” পর কলেজ খুলবে এবং সেই সময় তাকে কলেজের বেতন জমা দিতে হবে, হঠাৎ ছেলেটির মাথায় বুদ্ধি এলো” ছট পূজার” ঘাট সাজাবে। খুব ভোরে উঠে সে নিজেই বিভিন্ন-ধরনের-ফুল ও গাছের পাতা এবং কলাগাছ ও টুনি লাইট দিয়ে ঘর সাজালো, সেই সাজানো ঘাট সে বিক্রী করে তার কলেজের বেতন জমা দেবে, অন্যান্যরা সবাই ঘাট সাজিয়ে চড়া দামে বিক্রি করেছিল কিন্তু ছেলেটি তার কলেজের বেতন টুকুই নেওয়ার জন্য সে ঘাটটি বিক্রি করে অতি কষ্টে, এই ভাবে সে প্রত্যেক বছর” ছট পূজার” ঘাট সাজিয়ে ঘাট বিক্রি করে তার পড়াশোনার টাকার যোগাড় করত।
ছট মায়ের আশীর্বাদে ছেলেটি ব্যাংকে ভালো পদে চাকরি পেয়ে গেল।।
আমি একজন লেখনি হয়ে একটা কথা না বলে থাকতে পারলাম না কথাটি হলো
” কষ্ট করলে কেষ্ট হয়” এই গল্পে ছেলেটি তার” জীবন যুদ্ধে” এই ভাবেই এগিয়ে গিয়েছে।।