কবিতায় শান্তনু প্রধান

অর্জিত ব্যথার অন্ধকার
যেতে বলি সমচীন দূরে
গৌরচন্দ্রিকার আগে নিখুঁত অন্ধকারে
শরীর শূন্য এই ভূমি প্রণয় সংলাপের সিঁড়ি পথে
নির্মিত হওয়ার আগে অপাপবিদ্ধ প্রজাপতি
নির্ধারিত কৌতুক ডানায় নাচিয়ে
উড়ে গেছে নস্টালজিক শপিংমলে
এখানেও কি তবে সংক্রামক পথের নুড়ি
দীর্ঘ শাড়ীর প্রভাবিত ভাঁজে উপচে উঠেছে প্রেমিক ঢেউ
যুদ্ধের পরে শনাক্ত করা অর্থহীন জেনেও
কব্জি অবধি কেন যে ডুবে আছো নাগেশ্বর
সঙ্গমের পরবর্তী ভূমিকা বুঝিনা বলে
নেওটা আধার হেঁটে গেছে অনভিপ্রেত অন্ধকারে