কবিতায় বলরুমে শান্তনু প্রধান

ঢেউ
অনেক দূর থেকে হেঁটে আসা ঢেউ
আমাকে কেন যে ব্যথিত কর
বিশুদ্ধ গোধূলির প্রতিবিম্বের যে উষ্ণতা
সেদিন অজ্ঞাত চরে পূর্ণতা অর্জন করেছিল
আজ তার শরীর জুড়ে অদৃশ্য প্রেতেদের
অন্ধকার মেশানো ছোপ ছোপ ঘন দাগ
ঢেউয়ের মাথা ভেঙে উড়ে আসা বিবর্তিত পাখিরা
আমাকে আরো শূন্য কোরে
পতপত উড়িয়ে দিচ্ছে তোমার সিক্ত আঁচল
সেই আঁচল জুড়ে চাঁদের ছায়া
রাধার মতো বড় বেশী মায়াঘন
কোন দিকে যাব
যেদিকেই সরে যেতে চাই আমর ছায়া ঘিরে
তোমারই উত্তেজনার প্রবাহ ভাঙে ধার্মিক জলের গভীরে
জেগে থাকা পৌরাণিক চাঁদের ভ্রূণ।