কবিতায় শান্তনু প্রধান

ব্যবছিন্ন ভাবনার দ্রোহকাল
আমি তোমার সাথে যাবো বলে
ঘুমের ভেতর দেখছি থাই এয়ার ওয়েস এর ভেতর একটি স্প্রিং রোল হাবুডুবু খাচ্ছে
নিচের দিকে নামার ঝাঁকুনিতে চোখ খুলতেই দেখি আমার স্পাইনালে চিতার থাবা
চারিদিকে কাঁচা কাঁচা রক্ত আর ভস্মীভূত দহনের দুর্গন্ধ
কে আমার পরশ ছিল সেই মানচিত্রে চোখ খুলে রাখি
তবে কি আমার শরীর জুড়ে শুধুই থ্রিডি
অথচ কেন যে মনের ভিতর দানা বেঁধে আছো বসন্ত রাজ
তোমার সাথে যাব বলে গুল্মলতার শরীর
আমাকে প্রশ্রয় দিয়েছিল কোন এক পারিজাত সমারহে
তোমার সাথে যাব বলে আমার স্টিয়ারিং এই তো সেদিন তুলে দিয়েছি কৃষ্ণের হাতে
কৃষ্ণ এখন ব্যস্ত , তবে কি শুধুমাত্র দ্রৌপদীর জন্য
তোমার সাথে যাব বলে কামরূপ কামাখ্যার ছায়া বাম হাতে এখন চেপে ধরে আছি
তোমার সাথে যাব বলেই চৈতন্য তুলে আনলাম নীলাচল থেকে
এখন ভাবছি সবটাই আমারই ভুল
তুমি তো জল শুধু
ছায়ার কোলাহাল।