কবিতায় শান্তনু প্রধান

আগুন পোড়া দুটি পাখি
ঢেউ ভাঙে
আমি ভাঙি শুধু একা
তার অন্তর্ভূক্ত ছায়ার গভীরে
তোমার কথাতেও নয়
পথে পথে যেমন ভাঙে কৃষ্ণচূড়া
কিংবা ধরো নির্জন দুপুর গড়িয়ে যাওয়া
বাঁধের ওপর হাত ধরাধরি চাঁদের সংলাপে ভিজতে চাওয়া
প্রথম বৈশাখের আগুন পোড়া দুটি পাখি
ভাঙে
দূরে কোনো এক বনের ছালে নিহত সবুজ
ভাঙেবিশ্বাস
ভাঙে তরঙ্গ শুধু যেন শ্রাবণ সন্ধানে।