T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় সুতপা পূততুণ্ড

জ্বালা
মেয়ে মানুষের অনেক জ্বালা
সে ডাক্তার হোক বা কাজের লোক
ধর্ষকরা সব মেটায় ক্ষিধে
পৌঁছে দিয়ে মৃত্যু শোক।
কাজের শেষে দিনান্তে তার
বিশ্রামের কিবা প্রয়োজন
যোনি যখন সোনার খনি
ধর্ষণের তাই আয়োজন!
প্রিন্সিপাল হয়ত ঠিকই বলেছেন
রাত্রে একা কিসের জব?
পোষ মানানো হায়নারা যখন
উচিয়ে লিঙ্গ বানাবেই শব!
প্রশ্ন এখন অনেক গুলো
সঠিক জবাব কে দেবে?
প্রতিবাদের আগুন নিভেলেই
হায়নারা আসন দখল নেবে!
বিচার চায় মেয়ে মানুষের লাশ
ভ্রুনেই কেন বিনাশ নয়
মরতে গেলেও যাদের লজ্জা
দু:শাসনের কেন জন্ম হয়?