কবিতায় শান্তনু প্রধান

শূন্য
আনন্দের শরীর ঝরে যাচ্ছে পালিত শ্রমে
মেঘ থেকে নেমে আসা ছায়ার অসুখ
হলুদ বিছানা জুড়ে তবে কার সবুজ ঘ্রাণ খুঁজে বেড়াও
অন্তিম দূরে প্রতিশ্রুত আঙুলে ঘুরছে যে চক্র
আমি কি তার বিশ্বস্ত ঘাতক হতে পারি
পাথরের শরীর ভিজে যাচ্ছে
ডুবে যাচ্ছে নির্জন গন্তব্যের দিকে ধাবিত রাবীন্দ্রিক ধারা
অথচ আমাদের ঘর্মাক্ত সমীকরণ
অবয়বহীন দ্বন্দ্বের ভেতর খুঁজে বেড়াচ্ছে আদিম চাঁদের কক্ষপথ
শুধু তোমারই প্রতিবিম্ব জুড়ে কেন যে এত আগুন ভ্রমণ
চোখের পারদ থেকে ফ্যাশন উপচে পড়ছে গলিত পিচ রাস্তায়
কোথাও কোনো পূর্ণচ্ছেদ নেই
কিছুটা অন্ধকার মেশানো কালো রঙে
একটি কমা
অনাড়ম্বের জীবন মুছে যাওয়ার আগে
আনন্দের শরীর থেকে শূন্য হতে শেখাও