আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ সম্পা পাল

ভাষা বনাম শহর
তুমি হয়তো কলেজস্ট্রিট পার হবে ভাবছো!
আমি তখন হিলকার্ট রোড ধরে বিধান মার্কেটের দিকে।
আর একটু হেঁটে এলে একটা ভাষা বেদি…
এখানে কোনো কারিগর নেই
যারা আছে তারা বেবাক তাকিয়ে।
আজকের সালেম জানেনা একুশের সালেম কে!
দূরপাল্লার ট্রেন থেকে নামার অভিজ্ঞতা এভাবেই ভাগ হয়ে যায় মোগলাইয়ের দোকানে।
রাস্তায় বঞ্চিত মানুষের হাহাকার।
ঘুষের চাকরি বাঁচাতে শহর ছুটছে দিকবিদিক।
আর বাংলা মাধ্যম স্কুলগুলো ছাত্রের অভাবে …