কবিতায় বলরুমে শান্তনু প্রধান

বিচিত্র প্রবাহ
সিঁড়ির উপর নখ ঘষতে ঘষতে কোন বেগ লঙ্ঘন করে যেতে চাইছ
এখনো শরীরে লেগে আছে পুরানো পোশাকের রোঁয়া
অথচ শুধু আমার উপত্যকায় লাল পর্দা জুড়ে নীল বিড়ালের আসা যাওয়া
তোমারই অন্তঃপুরে আঙুল ডুবিয়ে দেখো নির্বিঘ্নে ফুটেছে সেই ছায়া আর
সুনিবিড় সঙ্গী হারানো স্মৃতির যাবতীয় উপামার রাত্রি ডানা
হয়তো সবাই একদিন একা
একা একা জল ঢেলেছে নিদ্রাহীন বৃক্ষের মাথায়
তুমি ভালো থাকবে বলেই কি তবে প্রাচীন শিকড় ভাঁজে ভাঁজে চেপে রেখেছে স্তনের হাহাকার
সেই সব শিকড় জুড়ে কেন যে উদাসীনতার বিচিত্র প্রবাহ
নিজের ধারালো চোখ সমুদ্রশিলা দেখতে চেয়ে
হৃদস্পন্দন ছুঁয়ে আজ কেমন যেন তুলিয়ে যাচ্ছে
তলিয়ে যাচ্ছে প্রথম ঋতু দ্বিতীয় ঋতু ও তৃতীয় ঋতু
ঠিক ততো বারই আমার কাঁচা চিতায় বেজে উঠছে উৎসর্গের খেলা।