কবিতায় শান্তনু প্রধান

পারদ বিন্দু এবং ডানাকাটা ফড়িং
একদিন তোমার সাথে
কোন এক মুহূর্তের অক্সিজেন যদি ভাগাভাগি করে নিতে চাই
তুমি কি ভীষণ আহত হবে
একদিন তোমার সাথে জল হব ভেবে আকাশে উড়েছি
একদিন তোমার সাথে বুদ্ধ পূর্ণিমার চাঁদ দেখেছি
সোনাঝুরি গাছের ফাঁকে দোল খাচ্ছে
এখন আমি বহুদূর
ঘাসবনের প্রতিটি ডগায় ফলেছে
বাকিটা জীবনের পারদ বিন্দু
সেই পারদের ভেতর কেন যে হাবুডুবু খাচ্ছে
একটি ডানাকাটা ফড়িং
ভাবছি আগামী বসন্তে তুমি আবার রঙিন হবে তো
সেদিন হয়তো আমি থাকবো না
তুমি কিন্তু রঙিন হয়ো
ঠিক আগের মতো।