কাব্যানুশীলনে সব্যসাচী পণ্ডা

শরশয্যা
মীমাংসা চাইনা।কেন আমাকেই আঘাত করল না সহস্র তীর,
কেন মাটির উপর ভাসমান নয় আমার হৃদি,
কেন জিহ্বা স্পর্শ করল না সুরধুনী বারি?
মীমাংসা চাইনা।
শুধু জানি
তুমি যে শরশয্যা পেতেছিলে যুদ্ধ শেষের বাসনায়
তার পাশে প্রেমের মালা হাতে
আমি তোমারই সম্মান রক্ষাকারী।