কবিতায় শান্তনু প্রধান

সঙ্গমের উরুতে ফুটেছে যে রামধনু
একখণ্ড বৃষ্টিমেঘে ভেসে থাকা সরু রেখার ওপর ঝুলে আছে চাঁদ
চাঁদের কপালের জং ধরা কুমকুম টিপ কারা যেন খুলে নিয়ে যায়
কোথায় যে যাও
জ্ঞানের বাইরে কোন সিংহাসনের ইশারা
নিজের অন্ধকার চিনে ফেল স্রোতের বিরাগ
একখন্ড মেঘ আছে আমার চামড়ার নিচে
তাতে জল নেই
মন খারাপের আধপচা ক্ষতের ওপর ধিক্কার রেখে
নির্বাক জঙ্গলের দিকে উড়ে যেতে চায়
তুমি তার হিটমাংসে কাদের কাদের জ্ঞান রাখো
একটি অসুকের রামধনু সঙ্গমের উরুতে
কোন উদারহস্ত ছাড়াই ফোঁটা ফোঁটা হয়ে বেজে ওঠে
আর ধারালো রাতের ক্রোধ প্রত্যক্ষ আলো ছাড়াই
পাঁঠার গলার কাছে টেনে আনে সেই রেখাটি কে।