|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || বিশেষ সংখ্যায় শুভেন্দু পাল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
একবার এসো ফিরে
আমার বয়স তখন সাত
সবে স্কুলের গণ্ডিতে পা রেখেছি।
প্রথম চোখ রেখেছি তোমাতে,
শিক্ষক মহাশয় ছোট্ট করে
তোমার পরিচয় শুনিয়ে
তোমার স্থান করেদিল
মোর হৃদয় মাঝে।
মনের মণিকোঠায় নীরবে
তোমায় দিয়েছি সহস্র শ্রদ্ধাঞ্জলি।
মনে মনে গর্বিত হয়েছি
এই দেশে জণ্ম নিয়ে।
এদেশের নেতানেত্রীরা
তোমার ভয়ে ভীতস্থ,
তাদের কণ্ঠে “জয়হীন্দ”__
আওয়াজ মানায় না।
যেন মনেহয় কোথাও
অসম্পূর্ণ রয়ে গেল,
এসোনা,তূমি একবার এসে
সেই শৈর্য্য,তেজস্বী কণ্ঠে বলোনা
“জয়হীন্দ”__।
ভরে উঠুক আকাশ,বাতাস
পবিত্রতায় ভরে উঠুক এই দেশের মাটি।
তুমি আসবে ভেবেই 23শে জানুয়ারী
তোমার শুভ জণ্মদিন পালিত করি,
তুমি আসবে ভেবেই
তোমার আসার পথ
চেয়ে বসে আছি।
তোমার আগমন বার্তায়
ফুলেরা সুগন্ধ ছড়াবে,
পাখিরা গেয়ে উঠবে ভৈরবী,
মেঘ,বসন্ত বাহারের সুর।
ফিরবে যবে গোধূলির গৈরিক
কাশফুলের শুভ্রতা
শষ্য খেতের সবুজ আরো
উজ্জ্বলতায় ভরে উঠবে।
স্বর্গীয় পুর্বপুরুষেরা
ঝরাবে পুষ্পবৃষ্টি
তোমার শিয়রে।
থাকবেনা জাতীয় ভেদাভেদ
রবে না হানাহানি,
পাবেনা অর্থ পিপাসুর দল
মুখ লুকানোর স্থান।
তুমি না এলে মরেও
শান্তি পাবোনা,
কোথায় রেখে যাব বলো
আগামী দিনের ভবিষ্যৎদের,
তুমি ফিরে এসো
একবার ফিরে এসো।